আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়,

আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়,
যশোর সদর, যশোর ।
স্থাপিত-১৯৮১ ইং

প্রতিষ্ঠান সম্পর্কে

যশোর শহরের প্রাণকেন্দ্র থেকে ১৬ কিলোমিটার দূরে এক নম্বর হৈবৎপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউখালী মৌজায় নাটুয়াপাড়া বাজার সংলগ্ন মনোরম পরিবেশে আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত।

বিদ্যালয় এর পূর্ব দিকে একটি কমিউনিটি ক্লিনিক, প্রগতি কিন্ডারগার্টেন স্কুল ও দক্ষিণ দিকে মরিয়ম বিবি মহিলা দাখিল মাদ্রাস অবস্থিত। পশ্চিম দিকে নাটুয়াপাড়া বাজার সংলগ্ন একটি ডাকঘর, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জি এম এস এস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দৃষ্টিনন্দন সমন্বিত প্রবীণ ও শিশু  নিবাস (আমাদের বাড়ি) অবস্থিত। এছাড়াও অদুরেই ডঃ রওশন আলী টেকনিক্যাল কলেজ নামক একটি কলেজ রয়েছে ।

বিদ্যালয়টি ১৯৮১ ইং সনে এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাক্তার এম এ রশিদ (এমবিবিএস, এমপিএইচ,  ডিটিএম, ডি-কার্ড, এফএস সি, এফআরসিপি) প্রতিষ্ঠা করেন। 

চারিদিকে প্রাচীর বেষ্টিত তিনটি ভবন ও একটি অডিটোরিয়াম নিয়ে ছায়া শীতল পরিবেশে বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। বিদ্যালয়টিতে ১৮ জন শিক্ষক ও সাতজন শিক্ষা কর্মী রয়েছেন। বিদ্যালয়টিতে একটি প্রধান শিক্ষক কক্ষ ,একটি সহকারী প্রধান শিক্ষক কক্ষ, সুসজ্জিত শিক্ষক মিলনায়তন, একটি সমৃদ্ধ লাইব্রেরী এবং একটি সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। এছাড়াও এখানে একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার অবস্থিত।

 বিদ্যালয় সম্মুখে একটি ফুলের বাগান, খেলাধুলা উপযোগী একটি বড় মাঠ, মাঠ সংলগ্ন একটি মসজিদ ও ঈদগাহ বিদ্যমান।

এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার, ব্যবস্থাপনা পরিষদ ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ নানাভাবে সহযোগিতা করে আসছেন। কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে বিদ্যালয়টি সবসময় আন্তরিক ও সচেষ্ট।

শিক্ষক ও কর্মচারী

3 (1)

পরীক্ষার তথ্য

5 (1)

সহশিক্ষা পাঠক্রম

7

বিজ্ঞানাগার ও গ্রন্থাগার

3 (2)

সভাপতি

ড. মোঃ মাহবুবুর রহমান

প্রধান শিক্ষক

মোঃ ইন্তাজুল ইসলাম

গুরুত্বপূর্ণ নাম্বার

জাতীয় সংগীত